বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নয়াদিল্লির কৃষকদের জন্য মন খারাপ জাফরুল্লাহর

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৫২

‘মূলত স্বাধীনতার মাসকে স্মরণ করেই তাদেরকে এই উপহার পাঠাচ্ছি। যুদ্ধের সময় তারাও তো নানাভাবে সহযোগিতা করছে। শীতে তাদের অনেক লোক মারা যাওয়ার খবরে মনটা ভীষণ খারাপ হলো।‘

ভারতের নয়াদিল্লিতে আন্দোলনরত কৃষকদের দুর্দশা দেখে মনটা ভীষণ খারাপ গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর। আর এ কারণেই তিনি কম্বল পাঠাতে চান বলে জানিয়েছেন নিউজবাংলাকে।

জাফরুল্লাহ তার ইচ্ছার কথা প্রথম জানিয়েছিলেন গত ২১ ডিসেম্বর। মানববন্ধনের সেই বক্তব্য যে কথার কথা ছিল না, তা বোঝা যায় তিন দিনের মধ্যে। বৃহস্পতিবার বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে কম্বল গ্রহণ করার অনুরোধ করে চিঠি লেখেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা।

চিঠিতে আগামী ৩০ ডিসেম্বর অথবা সুবিধাজনক যে কোনোদিন কম্বলগুলো গ্রহণের অনুরোধ করা হয়।

চিঠিতে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা উল্লেখ করে লেখেন, সেই কৃতজ্ঞতা থেকেই তিনি কিছু প্রতিদান দিতে চান।

হঠাৎ এই ইচ্ছা কেন?

নিউজবাংলাকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মূলত স্বাধীনতার মাসকে স্মরণ করেই তাদেরকে এই উপহার পাঠাচ্ছি। যুদ্ধের সময় তারাও তো নানাভাবে সহযোগিতা করছে। শীতে তাদের অনেক লোক মারা যাওয়ার খবরে মনটা ভীষণ খারাপ হলো।'

ভারতের নতুন তিনটি কৃষি আইন পাসের প্রতিবাদে নভেম্বরের শেষ দিকে মাঠে নামেন দেশটির কৃষকেরা। হাজার হাজার কৃষক মিছিল করে রাজধানী নয়াদিল্লিতে অবস্থান নিয়েছেন। তীব্র শীতের কারণে তারা দুর্দশায় পড়েছেন।

রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে এই চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

হাইকমিশনের পক্ষ থেকে কী বলা হয়েছে, সেটা না জানালেও তিনি বলেন, ‘আমরা ৩০ তারিখ টাইম দিয়েছি৷ কিংবা তাদের সুবিধামতো টাইমেই দেব।'

এ বিভাগের আরো খবর