সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় কক্সবাজারের টেকনাফে পুলিশের করা মাদকের মামলায় শিপ্রা দেবনাথকে অব্যাহতির বিরুদ্ধে নারাজি আবেদন দিয়েছে পুলিশ।
কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ আবেদন করেন।
আদালত আবেদনটি গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেয়নি। শিপ্রা ওই সময় আদালতে উপস্থিত ছিলেন।
শিপ্রার আইনজীবী ফখরুল ইসলাম গুন্দু নিউজবাংলাকে জানান, সিনহা হত্যা মামলার চার মাস আট দিন পর ১৩ ডিসেম্বর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পেয়ে রামু ও টেকনাফ থানায় পুলিশের করা দুই মাদক মামলা থেকে শিপ্রা ও সিফাতকে অব্যাহতি দেয় আদালত। টেকনাফ থানায় করা মামলার বাদী এই অব্যাহতির বিরুদ্ধে আপিল করেছেন।
চলতি বছরের ৩১ জুলাই সিনহা টেকনাফের শামলাপুর পাহাড়ে যান। রাত ১০টার দিকে কক্সবাজারে ফেরার পথে শামলাপুর পুলিশ চেকপোস্টে তাদের গাড়ি থামিয়ে সিনহাকে গুলি করা হয়। ওই সময় গাড়িতে সিনহার সঙ্গে সিফাত ছিলেন। শিপ্রা ছিলেন নীলিমা রিসোর্টে।
সিনহা হত্যার দিন টেকনাফ থানায় ও পরের দিন রামু থানায় শিপ্রা ও সিফাতের বিরুদ্ধে মাদক মামলা করে পুলিশ। তাদের গ্রেপ্তার করে কক্সবাজার থানায় রাখা হয়। এরপর ৯ আগস্ট শিপ্রা ও ১০ আগস্ট সিফাত জামিন পান।
৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
১৩ ডিসেম্বর র্যাবের দেয়া প্রতিবেদনে বলা হয়, সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্ত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। সিনহাকে গুলি করেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।