বাংলাদেশ বিমান বিজি-৯৯৯ (১২.৩০) দুবাইগামী বিমানের ককপিটে পাইলটের কাছে হঠাৎ ফোন। বিমানে বোমা আছে! ফোন গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের কাছে।
এটি সত্যি ঘটনা নয়। তবে এমন কিছু হলে কী করা হবে, সে বিষয়ে মহড়া চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয় এ মহড়া।
নিরাপত্তাজনিত বিষয়ে কোনো ঘাটতি আছে কি না, তা দেখতে ‘বিমানবন্দর নিরাপত্তা অনুশীলন’ নামে এ মহড়া দেয়া হয়।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘প্রয়োজনে যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে পর্যবেক্ষণ সাপেক্ষে। এখন সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সাথে তাদেরকে (সিলেটে যুক্তরাজ্য থেকে আসা যাত্রী) স্পেশাল কেয়ার দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের বেসামরিক বিমান মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ও তারা সজাগ রয়েছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় রেখে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যে পর্যন্ত পরবর্তী নির্দেশনা না পাচ্ছি আমাদের বিমান চলাচল স্বাভাবিক থাকবে।’