টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়। আটক মো. বাহাদুরের বাড়ি পটুয়াখালীর দক্ষিণ বিঘাইর গ্রামে।
নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পের অফিসার ইনচার্জ কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের জানান, সংশোধনের মাধ্যমে ১০ বছর বয়স কমিয়ে দেয়া হবে- নূরজালাল শেখ নামের এক আবেদকারীকে এমন আশ্বাস দিয়ে অফিসে এসে তদবির করায় এক দালালকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এ কাজের জন্য ১ লাখ ৫ হাজার টাকা দালাল বাহাদুরকে দিয়েছেন নূরজালাল শেখ। চাকরি স্থায়ীকরণের জন্য বয়স সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন নূর জালাল। সহকর্মী খায়েরের পরামর্শে বাহাদুরের সঙ্গে পরিচয় হয় তার।
জিজ্ঞাসাবাদে নূরজালাল শেখ জানান, দেড় লাখ টাকার বিনিময়ে এনআইডি কার্ড সংশোধন করিয়ে দেয়ার আশ্বাস দেন বাহাদুর। নানাভাবে তদবির করে ব্যর্থ হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বরাবর আবেদন করতে এসে ধরা পড়েন তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১ লাখ ৫ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন বাহাদুর।
এনআইডি সংশোধনের জন্য দালালকে টাকা দেয়ায় নূর জালাল শেখের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে- জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম রোধে তারা বদ্ধপরিকর বলেও জানান তিনি।