বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওটিতে মৃত্যু: মনোয়ারা হাসপাতালের বিরুদ্ধে হত্যা মামলা

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ০১:০১

হাসপাতালটির ওটিতে মারা যাওয়া বায়তুল মোকাররম মার্কেট কমিটির সাবেক সভাপতি ও সোনা ব্যবসায়ী হাজি মো. সিরাজুল ইসলামের ছেলের শ্বশুর নুরুল হক মঙ্গলবার রাতেই রমনা থানায় মামলটি করেন।

রাজধানীর বেইলি রোডের মনোয়ারা হাসপাতাল ও হাসপাতালটির এক চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

হাসপাতালটির অপারেশন থিয়েটারে (ওটি) মারা যাওয়া বায়তুল মোকাররম মার্কেট কমিটির সাবেক সভাপতি ও সোনা ব্যবসায়ী হাজি মো. সিরাজুল ইসলামের ছেলের শ্বশুর নুরুল হক মঙ্গলবার রাতেই রমনা থানায় মামলটি করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পায়ের হাড় জোড়া লাগাতে ওটিতে নেয়ার পর মারা যান সিরাজুল ইসলাম। এ ঘটনায় তাকে ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন স্বজনরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সিরাজুল ইসলামের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালাতাল মর্গে পাঠায় পুলিশ। রাতেই মনোয়ারা হাসপাতাল ও সিরাজুল ইসলামের সার্জন এ কে এম ইসহাকের বিরুদ্ধে মামলাটি করেন নুরুল হক।

স্বজনরা জানিয়েছেন, বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালী নেয়া হয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে তাকে দাফন করা হবে।

ময়নাতদন্ত করেন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তিনি জানিয়েছেন, সিরাজুল ইসলামের বাম পা ভাঙা থাকায় তা প্লাস্টার করা ছিল। এছাড়া শরীরে কোনো জখম বা আঘাতের চিহ্ন ছিল না। তবে তার হার্ট স্বাভাবিকের চেয়ে বড় ছিল।

সোহেল মাহমুদ নিউজবাংলাকে বলেন, ‘এই হার্ট দেখে বোঝা যায়, তিনি হৃদরোগে ভুগছিলেন; কিন্তু চিকিৎসা নেননি। হয়তো তিনি জানতেন না তার হৃদরোগ আছে। এমনও হতে পারে আগে তার মাইনর হার্ট অ্যাটাকও হয়েছিল, সেটাও ধরতে পারেননি।’

তাহলে মৃত্যুর কারণ কি হার্ট অ্যাটাক- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তা এখনই বলা সম্ভব নয়। কারণ রোগীর স্বজনরা অভিযোগ করছেন, অপারেশন থিয়েটারে যাওয়ার মুহূর্তেও রোগী স্বাভাবিক ছিলেন। তাই প্রকৃত কারণ ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।

‘আমরা ভিসেরা রিপোর্টের জন্য প্রয়োজনীয় অর্গান থেকে স্যাম্পল রেখেছি। এক মাস পর সে রিপোর্ট পেলে তখন নিশ্চিত হয়ে বলা যাবে।’

সিরাজুল ইসলামের মেয়ে শারমীন সুলতানা মিলি বুধবার নিউজবাংলাকে বলেন, তার বাবার হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা ছিল না। বছর খানেক আগেও তার বাবার মেডিক্যাল চেক আপ করা হয়; হার্টে কোন সমস্যা ধরা পড়েনি।

এর আগে মঙ্গলবার নিউজবাংলাকে তিনি জানিয়েছিলেন, পা ভাঙা ছাড়া তার বাবার অন্য কোনো সমস্যা ছিল না। ওটিতে ঢোকার আগেও ব্লাড প্রেসার স্বাভাবিক ছিল।

মিলি বলেছিলেন, ‘নিশ্চয়ই তারা অ্যানেসথেশিয়ার ডোজে গরমিল করেছে। সেজন্য আমার বাবার আর জ্ঞান ফেরেনি।’

এ অভিযোগের ভিত্তি জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমার বাবার পায়ের অপারেশনের কথা ছিল। তার পায়ের হাড় স্ক্রু দিয়ে জোড়া দেয়া হবে- ডাক্তার এমনটাই বলেছিলেন। কিন্তু বাবার পায়ের প্লাস্টার যেমন ছিল, তেমনি আছে। কোনো অপারেশন করা হয়নি। তার মানে, অজ্ঞান করার সময়ই কোথাও ভুল হয়েছে।’

আরও পড়ুন: হাড় জোড়া লাগাতে ওটিতে নেয়ার পর মৃত্যু মনোয়ারায়

এ বিভাগের আরো খবর