ধানমন্ডি থানার ওসি বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমরা খবর পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধা করি। বাথরুমের গ্রিলের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তাকে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’
রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে সুব্রতা অধিকারী (৩৩) নামে সরকারি এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ঢাকায় ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মিয়া নিউজবাংলাকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমরা খবর পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধা করি। বাথরুমের গ্রিলের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তাকে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’
ওসি ইকরাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।