নাগরিকদের ভোগান্তি কমাতে ২১টি জেলায় ভূমি রেকর্ড রুমকে ডিজিটাল করেছে ভূমি মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সারা দেশকে ডিজিটাল রেকর্ড রুমের আওতায় আনা হবে।
তবে এ উদ্যোগে বাদ পড়বে তিন পার্বত্য জেলা। ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সেখানে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় আরও সময় লাগবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এটা এখন আর পাইলটিং পর্যায়ে নেই। আমরা রোল আউট। তিন পার্বত্য জেলা বাদে আগামী বছরের মধ্যে সারা দেশে ডিজিটাল রেকর্ড রুমের কাজ শেষ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘সাইবার সিকিউরিটি বড় ইস্যু। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এথিক্যাল হ্যাকার দিয়ে আনএথিক্যাল হ্যাকারদের গতিবিধি পর্যবেক্ষণ করে দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’
নিরাপদে মানুষ যেন সার্টিফায়েড কপি পায়, এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান মন্ত্রী।
ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জে এই ডিজিটাল রেকর্ড রুম চালু হয়েছে।