রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের দুই কেজি কোকেনসহ কারবারি চক্রের ছয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন সুলতান হাসান (৫০), মো. হান্নান (৩৫), মো. উজ্জল (২৮), উদয় দাস (৫২), পলাশ দে (৫৮) ও ফিরোজ আলম খাঁন (৫০)।
র্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। সে বাসা থেকে ১ কেজি কোকেনসহ কারবারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা দুই কেজি কোকেন, মোবাইল, টাকা।
তাদের দেয়া তথ্যে রাত ৮টার দিকে পল্টনের বঙ্গবন্ধু অ্যাভেনিউ এলাকার হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও এক কেজি কোকেনসহ ওই কারবারি চক্রের আরও তিন সদস্যকে আটক করা হয়।
ছয় জনের কাছ থেকে দুই কেজি কোকেনের পাশাপাশি নয়টি মোবাইল ও দুই হাজার ২৬০ টাকা জব্দ করে র্যাব।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা ঢাকা ও আশপাশের এলাকায় মাদক কারবারসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ডিআইজি মাহফুজুর রহমান।