বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) গাড়ির সংখ্যা বাড়লেও আয় না বাড়ায় অসন্তোষ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিআরটিসি বহরে গাড়ীর সংখ্যা বেড়েছে, কিন্তু যে হারে আয় বাড়ার কথা সে হারে বাড়ছে না।’
মঙ্গলবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় সড়ক, মহাসড়কে ঘন কুয়াশা থাকায় সাবধানে গাড়ি চালাতে চালকদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
‘যত সিট তত আসন’ নীতি অনুসারে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন তিনি।
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্প অনুমোদনের জন্য জানুয়ারি মাসে একনেকে তোলা হবে বলেও জানান ওবায়দুল কাদের।