দিনাজপুরে ফুলবাড়ীতে ট্রেনে ট্রাকের ধাক্কায় এক গেটকিপার নিহত হয়েছেন।
সোমবার রাত ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের রেলঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ট্রাকটি সরায়। ওই সময় গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিহত সুশান্তের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। আহত ট্রাকচালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। তার বাড়ি নওগাঁ জেলায়।
এ ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সুপার ইসরাফিল সরকার নিউজবাংলাকে জানান, সোমবার রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর এক মিনিট পরই স্টেশনের অনুমতি না নিয়ে পার্বতীপুর থেকে ঢাকাগামী এমজিবিসি নামের একটি মালবাহী ট্রেন ১ নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে। স্টেশন থেকে ৫০০ গজ উত্তরে ফুলবাড়ীর রেলঘুন্টিতে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। অনুমতি না থাকায় গেটকিপার সুশান্ত ট্রেনটিকে লেন পরিবর্তনের সিগন্যাল দিচ্ছিলেন বলে ধারণা করছেন স্টেশন সুপার।
এ ঘটনার পর ওই রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টার দিকে মালবাহী ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন সুপার ইসরাফিল জানান, যেহেতু এমজিবিসি ট্রেনটির স্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেটকিপার রেলগেটের সিগন্যালটি নামাননি। ট্রেনচালকের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।