বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন দপ্তরে নতুন মহাপরিচালক

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ০১:০৪

সঞ্জয় কুমার চক্রবর্তীকে গণগ্রন্থাগার ও হোসেন আলী খন্দকারকে পাট অধিদপ্তরের এবং সাবিনা ইয়াসমীনকে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের মহাপরিচালক করা হয়েছে।

গণগ্রন্থাগার ও পাট অধিদপ্তর এবং বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চক্রবর্তী।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকারকে করা হয়েছে পাট অধিদপ্তরের মহাপরিচালক।

বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের নতুন মহাপরিচালক হচ্চেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমীন।

বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব হিসেবে ওয়াকফ প্রশাসকের দায়িত্বে থাকা এস এম তরিকুল ইসলাম।

এছাড়া জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদ নিয়োগ পেয়েছেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক হিসেবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শহিদুল আলমকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করেছে সরকার।

এ বিভাগের আরো খবর