বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধভাবে উচ্ছেদের অভিযোগ

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৯

‘বৈধ কাগজ থাকা সত্ত্বেও আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আপনি আমাদের রক্ষা করেন।’

রাজধানীতে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ফুলাবাড়িয়া সুপার মার্কেট (২) ব্লক এ/বি/সির ব্যবসায়ীরা।

সোমবার দুপুর ১২টার দিকে মার্কেটের সামনে মানববন্ধনের শুরু হয়।

ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মাসুদ রানা। তিনি বলেন, ‘বৈধ কাগজ থাকা সত্ত্বেও আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আপনি আমাদের রক্ষা করেন।’

ফুলবাড়িয়া সুপার মার্কেট (২) ব্লক এ/বি/সির অধীনে আছে জাকির প্লাজা, নগর প্লাজা ও সিটি প্লাজা।

নগর প্লাজা সমিতির সদস্য মাসুদ রহমান বলেন, ‘পূর্নবাসন না করে উচ্ছেদ করা চলবে না। বরাদ্দপত্রে লেখা আছে ৩০ দিনের আল্টিমেটাম ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাবে না। বেসমেন্টের ৩ মার্কেটের ৫৪১ দোকান উচ্ছেদের কোনো নোটিশ দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘তিন মার্কেটে ৯১১টি দোকান উচ্ছেদের নোটিশ পেয়েছি। কিন্তু বাকি ৫৪১ দোকানের বিষয়ে কোনো নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে।

যদিও মালিক পক্ষের দাবি, এসবের বৈধ কাগজ আছে। তবে সোমাবার এসব দোকানের শাটার খুলে নিয়েছে দক্ষিণ সিটি।

মানববন্ধন থেকে বেসমেন্টের ৫৪১ ব্যবসায়ীকে পুনর্বাসন না করে উচ্ছেদ না করার দাবি জানানো হয়।

গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া মার্কেটের বেসমেন্টের যেসব দোকান বৈধ কাগজ দেখাতে পারেনি, সেগুলো উচ্ছেদে অভিযান শুরু হয়।

এ বিভাগের আরো খবর