বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালি মিশনে ১৪০ পুলিশ সদস্য

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:১৯

বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব ও নিষ্ঠা দেশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে আনছে।

জাতিসংঘের মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের আরও ১৪০ সদস্য।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে উড়াল দেন তারা।

এই দলের মধ্যে ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ. এন. এফ. মারূফ আবদুল্লাহর নেতৃত্বে রয়েছে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ)-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন সদস্য।

ব্যানএফপিইউ-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের বাকি ৭০ জন পুলিশ সদস্যের নেতৃত্বে রয়েছেন ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

উভয় ইউনিটের অগ্রগামী দলের আরও ১৪০ সদস্য গত ৪ ডিসেম্বরে এই মিশনে যোগ দিতে দেশ ছাড়েন। নির্ধারিত সময়ের কোয়ারেন্টাইন শেষে বর্তমানে মিশনে দায়িত্ব পালন করছেন তারা।

মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মো. তওফিক মাহবুব চৌধুরী ও ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেটের সক্রিয় উপস্থিতি রয়েছে। এ ছাড়া রয়েছে স্থানীয় সহিংসতা। এসব পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন দেশের ১৩ হাজার শান্তিরক্ষী।

বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব ও নিষ্ঠা দেশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে আনছে।

এ বিভাগের আরো খবর