রাজধানীর মিরপুরের কালসীতে একটি বস্তিতে আগুন লাগার পর ৫৫টির মতো ঘর পুড়ে গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে মিরপুরের সেকশন-১১ এর আদর্শনগর খিচুরি পট্টির বস্তিটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, তাদের পাঁচটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে যোগ দেয় আরও দুটি।
প্রায় আড়াই ঘণ্টা পর বেলা চারটার কিছু সময় আগে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল আমিন নিশ্চিত করেন।
বাঁশ ও কাঠের ফ্রেমে টিনের ঘরগুলো সব পুড়ে যায়। র্যাব জানিয়েছে, এই বস্তিতে ২৮২টি পরিবার থাকত। বস্তির পাশে টিনশেড হাফ বিল্ডিংগুলো কেবল অক্ষত আছে। বাকি সব পুড়ে গেছে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় লোকজন। বস্তির ক্ষতিগ্রস্তরা কেবল চেষ্টা করেছে যা কিছু সম্ভব তা বের করে আনতে। তবে সিংহভাগই তেমন কিছু বের করতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ-কষ্ট ও ক্ষয়ক্ষতির বর্ণনা দিচ্ছিলেন ক্ষতিগ্রস্তরা।
র্যাব-৪ এর ডিআইজি হারুন অর রশীদ নিউজবাংলাকে জানান, বস্তিতে প্রায় ২৮২টি পরিবার ছিল।