বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেললাইনে বেঁধে যুবককে হত্যা, ধারণা পুলিশের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ডিসেম্বর, ২০২০ ১৪:১২

রেললাইনের সঙ্গে একটি রক্তাক্ত তার বাঁধা ছিল। নিহত যুবকের বিচ্ছিন্ন পায়েও তারের কিছু অংশ লেগেছিল।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সুজন আলী (২৭) নামে ওই যুবক পরিবারের সঙ্গে দর্শনা রেল কলোনিতে থাকতেন। তার পরিবার জানায়, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন সুজন। তার কিছুটা মানসিক সমস্যা ছিল।

উপজেলার বড় দুধপাতিলা গ্রামের কৃষক ইকরামুল হক জানান, সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় রেলক্রসিংয়ের কাছে সুজনকে পড়ে থাকতে দেখেন। তার শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন ছিল।

তিনি বলেন, স্থানীয় কয়েক জনকে ডেকে পরে সুজনকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, সুজনের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। বিচ্ছিন্ন হওয়া পায়ে পশুর কামড়ের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, রেললাইনের সঙ্গে একটি রক্তাক্ত তার বাঁধা ছিল। সুজনের বিচ্ছিন্ন পায়েও তারের কিছু অংশ লেগেছিল।

এ কারণে ধারণা করা হচ্ছে, রেললাইনের সঙ্গে বেঁধে তাকে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশের পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রেলওয়ে পুলিশও বিষয়টি তদন্ত করছে। তবে কোনো ট্রেনে ওই যুবক কাটা পড়েছে, তা এখনও জানা যায়নি।

এ বিভাগের আরো খবর