জেলার পুলিশ সুপারদের (এসপি) রোল মডেল হওয়ার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
রোববার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ১৩টি জেলায় নবনিযুক্ত এসপিদের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
পুলিশপ্রধান বলেন, ‘ব্রুটালিটি বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সাথে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। চেঞ্জ মেকার হিসেবে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে।’
বেনজীর বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সাথে সংশ্লিষ্টদের স্থান নেই।
‘সারা দেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।’
তিনি আরও বলেন, ‘ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী বক্তব্য দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে ১৩টি জেলায় নতুন এসপি নিয়োগ হয়েছে, সেগুলো হলো কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল।