রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বলকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার আরেক আসামি জামিন পেয়েছেন।
ঢাকার মুখ্যমহানগর আদালতের হাকিম মোহাম্মদ জসীম রোববার এই আদেশ দেন।
আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম।
আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন শহিদুল্লাহ। শুনানি শেষে আসামি আসাদুজ্জামান ও সাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অপর আসামি মনিরুজ্জামানের জামিনের আবেদন মঞ্জুর হয়।
গত ১৮ ডিসেম্বর তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।গত ১৭ ডিসেম্বর গোপন সংবাদে মোহাম্মদপুরের বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসায় অবস্থান করছিলেন মাদক ব্যবসায়ী ইব্রাহিমসহ তার তিন সহকর্মী।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে আহত হন এএসআই উজ্জ্বল। তিনি রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।