বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরও তিন ইউটার্নে বিমানবন্দর সড়কে কমল যানজট

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৫

ছয়টি এলাকায় গাড়িগুলোকে সিগনালে আটকে থাকতে হচ্ছে না। ফলে তারা কম সময়ে গন্তব্যে যেতে পারছে। আরও চারটি ইউটার্ন নির্মাণ হলে তেজগাঁওয়ের সাত রাস্তা থেকে উত্তরা পর্যন্ত কোনো সিগনালে আটকে না থেকেই যাওয়া যাবে।

আগের তিনটির সঙ্গে বিমানবন্দর সড়কে যোগ হলো আরও তিনটি নতুন ইউটার্ন। ফলে সিগনালে আটকে না থেকে গাড়িগুলো পার হচ্ছে একটানে।

বনানীর চেয়ারম্যান বাড়ি, নাবিস্কো মোড় ও তেজগাঁও বিজি প্রেসের সামনে এগুলো তৈরি করা হয়েছে। ফলে এই সড়কের গাড়িগুলোতে এখন আর ডানে বা বামে যেতে সিগনালে অপেক্ষা করতে হচ্ছে না।

বনানী থেকে আসা গাড়িগুলো বিমানবন্দরের দিকে যেতে চাইলে সেগুলো বামে মোড় দিয়ে সামনে ইউটার্ন দিয়ে ঘুরে চলে যাচ্ছে। ফলে কাকলী মোড়ে সিগন্যালে যে সময় লাগত, সেটা আর লাগছে না।

এ কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের দিকে যাওয়া গাড়িগুলোকেও আর সিগনালে আটকে থাকতে হচ্ছে না। সরাসরি চলে যেতে পারছে এক টানে।

অন্য তিনটি সিগনালেও একই অবস্থা। ফলে এই পথের যে দুঃসহ যানজট, সেটির অনেকটাই অবসান হলো।

তবে এই পথে পুরোপুরি স্বস্তির জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা অনুযায়ী তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরার হাউজ বিল্ডিং পর্যন্ত মোট ১০ টি ইউটার্ন নির্মাণের কাজ চলছে।

বাকি চারটি ইউটার্ন নির্মাণ হবে মহাখালী বাস টার্মিনাল, মহাখালী ফ্লাইওভারের নিচ, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।

সিটি করপোরেশন জানায়, শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাবের সামনেরটি বাতিল করা হয়।

প্রকল্পের শুরুতে মূল অনুমোদিত ব্যয় ধরা হয়েছিলো ২৪ কোটি ৮৩ লাখ টাকা। পরে তা বেড়ে হয় ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এই ইউটার্নগুলো এই সড়কে যানজট কমাবে। ফলে নগরবাসীর যাতায়াতের সময়ও বাঁচবে।’

তিনি বলেন, ‘এই শহরকে সুন্দর করতেই হবে। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।’

আনিসুল হক ঢাকার এই অংশের মেয়র থাকাকালে ২০১৭ সালের অক্টোবরে এই ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রথমে চালু হয় উত্তরার দুটি। একটি জসিমউদ্দিন মোড়ে, একটি র‌্যাব-১ এর কার্যালয়ের সামনে। এর ফলে উত্তরার বিমানবন্দর ও জসিমউদ্দিন মোড়ের দুঃসহ যানজটের অবসান ঘটে।

এরপর চালু হয় কাওলার ইউটার্নিটি। ফলে খিলক্ষেতের দিক থেকে গাড়িগুলোকে ঘুরতে আর বিমানবন্দর মোড়ে যেতে হচ্ছে না। আর উত্তরা থেকে বিমানবন্দরে যেতে চাওয়া গাড়িগুলোকে ওই মোড়ে আটকে না থেকে একটু এগিয়ে কাওলা ঘুরে তারা চলে যেতে পারছে।

একইভাবে বিমানবন্দর থেকে বের হওয়া গাড়িগুলোকেও আর ওই মোড়ে আটকে না থেকে র‌্যাব-১ এর কার্যালয় ঘুরে সহজেই আসতে পারছে বনানীর দিকের রাস্তায়।

এ বিভাগের আরো খবর