বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসি নিয়ে বিবৃতির খসড়া বিএনপির: তথ্যমন্ত্রী

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১৯:০৬

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৪২ বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন। এই বিশিষ্ট ব্যক্তিদের সবাই বিএনপি ঘরানার হিসেবে পরিচিত। তাদের কেউ কেউ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদেও আছেন এবং তারা প্রতিনিয়ত নানাভাবে সরকারের বিরুদ্ধে বলে আসছেন।’

নির্বাচন কমিশন নিয়ে ৪২ বিশিষ্টজনের বিবৃতির খসড়া বিএনপির তৈরি বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৪২ বিশিষ্ট নাগরিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে এক চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। গত ১৪ ডিসেম্বর ওই চিঠি দেয়া হয়েছে বলে জানান তারা।

চিঠিতে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তারা বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।

সেই চিঠির বিষয় তুলে ধরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিবৃতিতে যাদের নাম আছে তারা সবাই বিএনপি ঘরানার বলে পরিচিত।

‘দেশের ৪২ বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন। এই বিশিষ্ট ব্যক্তিদের সবাই বিএনপি ঘরানার হিসেবে পরিচিত। তাদের কেউ কেউ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদেও আছেন এবং তারা প্রতিনিয়ত নানাভাবে সরকারের বিরুদ্ধে বলে আসছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘ব্যতিক্রমটা হচ্ছে গতকাল ৪২ জন একসঙ্গে হয়েছেন। অবশ্য বিবৃতিটা বিএনপি অফিস থেকে ড্রাফট করে দেয়া হয়েছে। সুতরাং তারা বিএনপিরই প্রতিধ্বনি করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যে ভাষায় তারা বিবৃতি দিয়েছেন ও মানুষের দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করেছেন, সেটি বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ত মনে হয়নি, বরং বিএনপির ড্রাফট করা বিবৃতিই দিয়েছেন তারা।

‘আমরা একটি বহুমাত্রিক সমাজে বাস করি, এখানে বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু বিতর্ক-সমালোচনা এমন হওয়া উচিত যা দেশকে এগিয়ে নেবে।’

বিবৃতিদাতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই দায়িত্বে থাকলে সমালোচনা হবে। সরকার যেহেতু দায়িত্বে, সেখানে সরকারের সমালোচনা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক।

‘কিন্তু যেভাবে অন্ধের মতো সমালোচনা বিএনপি করছে, সেটা যদি বেশি শিক্ষিত মানুষও করেন, তাহলে অন্যরা মনে করতে পারেন, মানুষগুলো হঠাৎ অশিক্ষিতের মতো কথা কেন বলছেন। সেই প্রশ্ন মানুষের মনে থেকে যায়।’

এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে নিজের ঘর সামাল দিতে বলেন বিএনপিকে।

তিনি প্রশ্ন রাখেন, ‘যারা নিজের নেতাদের সম্মান করতে পারে না, নিজের ঘরটাই সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কীভাবে?’

এ বিভাগের আরো খবর