উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করার আবেদন হয়েছে।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে আবেদনটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুর তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে উসকানিমূলক ও হীন মানসিকতাপূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করে ভিডিও পোস্ট করেন।
ওই ভিডিওতে নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বৈধ সরকারকে বারবার ‘অবৈধ, অনির্বাচিত সরকার’, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ কর্মীদের একাধিকবার ‘কুলাঙ্গার’ বলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন নিউজবাংলাকে জানান, আদালত মামলার আবেদনটি আমলে নিয়েছে। সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়া হবে।