প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশে দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার মাদারীপুরের শিবচরে ৫০০ আসন বিশিষ্ট নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্রের হার ১০ শতাংশের বেশি। আর বাংলাদেশে ২০ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দারিদ্র্য যেভাবে হ্রাস পেয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খুব দ্রুতই আমরা দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের নিচে আনতে সক্ষম হবো।’
তাজুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালু হলে ঢাকার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’
পর্যটন, অর্থনীতি, শিল্প কল-কারখানা ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আসবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর ফলে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে। আর দেশে দারিদ্র্যের হার কমবে পাঁচ ভাগ।’
শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।