বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার কাউন্সিল: প্রশ্ন কঠিনের অভিযোগে হল ত্যাগ

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১০:০৬

শনিবার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজে এ ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। সেখানে ভাঙচুরও হয়েছে।

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন কঠিনের অভিযোগ এনে হল ত্যাগ করেছেন পরীক্ষার্থীরা।

শনিবার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজে এ ঘটনা ঘটে।

একই ধরনের ঘটনা ঘটে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। সেখানে ভাঙচুরও হয়েছে।

পরীক্ষা শুরু হলে প্রথমেই বেশ কিছু শিক্ষার্থী প্রশ্ন ঠিক হয়নি বলে অভিযোগ করেন। এরপর তাদের সঙ্গে অনেকেই যুক্ত হন। এক পর্যায়ে তারা সিট থেকে উঠে পড়েন। এ নিয়ে হট্টগোল শুরু হয় পরীক্ষা হলে। এ সময় কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাকিরা অনুৎসাহিত করে।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী নিউজবাংলাকে বলেন, ‘বার কাউন্সিল যে প্রশ্ন করেছে তা কোন প্রশ্নের মাপকাঠিতেই পড়ে না। এটা কোনো প্রশ্নই হয়নি। জুডিশিয়ারির পরীক্ষায় এমন প্রশ্ন হতেই পারে না। এ কারণে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছে।

‘দুই-একজন দিতে চাইলেও তাদেরও বাকিরা ধরে বের করে দিয়েছে। এখন শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান করছেন।’

মোহাম্মদপুর মহিলা কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী বলেন, ‘এত বাজে টাইপের প্রশ্ন কোনোকালেই হয়নি। তারপরও আমরা পরীক্ষা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একদল শিক্ষার্থী গেটে ধাক্কাধাক্কি করছে। এক পর্যায়ে তারা ভিতরে প্রবেশে করে আমাদের হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান।

‘পরে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আমাদের খাতা দিয়ে দিতে বলেন। তখন আমরা খাতা দিয়ে বের হয়ে আসি। এখন ফের পরীক্ষা গ্রহণ করা না হলে আমরা ক্ষতির মধ্যে পড়ব। আমাদের দাবি হচ্ছে, ভাইভা নিয়ে গেজেট করে আমাদের অন্তর্ভুক্ত করা হোক।’

মোহম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্রগুলো থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘কয়েকটি কেন্দ্রে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। অভিযোগ পেলে আমরা মামলা গ্রহণ করব।’

এ বিষয়ে বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমরা দুইটি হলে এ রকম ঘটনা শুনতে পেয়েছি। পরীক্ষা চলবে।’

তিনি বলেন, ‘যারা পরীক্ষা না দেয়ার আন্দোলন করেছিল, তারাই এমনটি করছে।’

সার্বিক বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বসেই সিদ্ধান্ত নেব। আপাতত পরীক্ষা চলবে।’

শনিবার সকাল ৯টায় রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বার কাউন্সিলের এ লিখিত পরীক্ষায় অংশ নেন।

এ বিভাগের আরো খবর