বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামত শুরু

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৯

চারদিকে চটের ব্যাগ লাগিয়ে ভাস্কর মাহবুব জামাল শামীম নিজ হাতে এটি মেরামতের চেষ্টা করছেন। তিনি কখনও ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন আবার কখনো ছোট হাতিয়ার দিয়ে আলতো করে ক্ষতিগ্রস্ত মুখায়ব সমান করছেন।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে ভাঙা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি মেরামতের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরের পর এটির মেরামত শুরু হয়।

চারদিকে চটের ব্যাগ লাগিয়ে ভাস্কর মাহবুব জামাল শামীম নিজ হাতে এটি মেরামতের চেষ্টা করছেন। তিনি কখনও ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন আবার কখনো ছোট হাতিয়ার দিয়ে আলতো করে ক্ষতিগ্রস্ত মুখায়ব সমান করছেন।

এই কাজের ফাঁকে মাহবুব জামাল শামীম নিউজবাংলাকে বলেন, ‘দেখি চেষ্টা করে ঠিক করতে পারি কি-না।’ ক্ষতিগ্রস্ত জায়গা সমান করে সিমিন্ট ও পাথর লাগিয়ে আবার আগের মতো করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম বলেছেন, মেরামত করলে যদি বোঝা যায় যে, মেরামত করা হয়েছে, তাহলে নতুন ভাস্কর্য বাসানোর পক্ষে পৌরসভা। মোটকথা কোনো ত্রুটি থাকলে সে ভাস্কর্য নেবে না পৌর কর্তৃপক্ষ। প্রয়োজন হলে আবার নতুন করে বসাতে হবে।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ফেব্রুয়ারিতে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া পৌরসভা। সে অনুযায়ী দরপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকার এই কাজ পান ভাস্কর মাহবুব জামাল শামীম। অক্টোবর মাসের শেষের দিকে তাকে স্থান বুঝিয়ে দেয়া হয়। মহান বিজয় দিবসে এটি উদ্বোধনের লক্ষ্য ছিল।

কুষ্টিয়ায় চলছে বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামতের কাজ। ছবি: নিউজবাংলা

১৩ নভেম্বর শুরু হয় বঙ্গবন্ধুর প্রথম ভাস্কর্য ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি বসানোর কাজ। ভাস্কর্যটি স্থাপন কাজের শেষের দিকে ৫ ডিসেম্বর রাতের আঁধারে হাতুড়ি দিয়ে এটি ভেঙে ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে দুই মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করা হয়।

ক্ষতিগ্রস্ত ভাস্কর্য ওই অবস্থায় রেখে দ্বিতীয়টি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিকৃতি স্থাপন করা হয়।

আগামী সপ্তাহে শুরু হবে তৃতীয় ভাস্কর্য স্থাপনের কাজ। এটিতে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের সময়ের প্রতিকৃতি থাকবে।

এ বিভাগের আরো খবর