রাজধানীর জুরাইন এলাকায় জাল টাকা ও ভারতীয় মুদ্রা রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও টাকাসহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলমের নেতৃত্বে ডিবি গুলশান বিভাগ এই অভিযান চালায়।
গ্রেফতার ব্যক্তিদের ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- মালেক ফরাজী, জসিম উদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, বাদল খান ও শিহাব।
তাদের কাছ থেকে চার লাখ পাঁচ হাজার টাকা, ৩২ লাখ জাল টাকা ও ২০ লাখ জাল রুপি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের গুলশান শাখার উপ-কমিশনার মো. মশিউর রহমান বলেন, জুরাইন এলাকার শহীদ শাহাদত হোসেন রোডের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা এ কাজ করছিলেন।
ডিবির অভিযানে উদ্ধার হওয়া জাল টাকা ও রুপি।
তিনি আরও বলেন, গুলশান বিভাগের গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার (এসি) মহিউদ্দিন দীর্ঘদিন ধরে এই চক্রকে অনুসরণ করে আসছিলেন। চক্রের বিভিন্ন সদস্য দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে জাল টাকা তৈরি করেন।
গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকটি মামলা রয়েছে।
কারখানা থেকে জাল টাকা ও রুপি তৈরি করার বিপুল পরিমাণ কাগজ, নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের রঙ ও রাসায়সিক দ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।