বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদক বিক্রেতা গ্রেপ্তার অভিযানে পুলিশ গুলিবিদ্ধ

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৫:২৮

ইব্রাহিম পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়লে দুটি গুলি এএসআই উজ্জ্বলের ডান পায়ে লাগে। পুলিশ পাল্টা গুলি চালালে ইব্রাহিমের ঘাড়ে গুলি লাগে। পরে ইব্রাহিমকে আটক করা হয়।

মোহাম্মপুর থানার রায়েরবাজার এলাকায় এক মাদক কারবারিকে গ্রেপ্তারের অভিযানের সময় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রায়েরবাজার ফাড়ির এএসআই উজ্জ্বল হোসাইন খান।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক মাদক কারবারিকে আটক করা হয়। তার নাম ইব্রাহিম চৌধুরী।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) দুলাল হোসেন জানান, এএসআই উজ্জ্বল হোসাইন খানসহ কয়েকজন পুলিশ মাদক কারবারি রাকিবকে গ্রেপ্তারে সকাল নয়টার দিকে রায়েরবাজারের বৈশাখী রোডের ৪/৬৬ নম্বর বাড়িতে অভিযান শুরু করে। দোতলার ওই ভাড়া বাড়িতে রাকিব ও তার পাঁচ থেকে ছয় জন সহযোগী ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম ছাড়া বাকিরা পালিয়ে যায়।ইব্রাহিম পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়লে দুটি গুলি এএসআই উজ্জ্বলের ডান পায়ে লাগে। পুলিশ পাল্টা গুলি চালালে ইব্রাহিমের ঘাড়ে গুলি লাগে। পুলিশ পরে ইব্রাহিমকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তল ও ২০০ পিস ইয়াবা।

এএসআই উজ্জ্বলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ও ইব্রাহিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ইব্রাহিমকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হাসপাতালে ইব্রাহিম দাবি করেন, তিনি মাদক কারবারি নন। ফেদার এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করে। গতকাল তার জন্মদিন ছিল। রাতে অনুষ্ঠান শেষে বাসায় না ফিরে রাকিবের বাসায় ঘুমিয়েছিল। সকালে পুলিশ রাকিবের বাসায় হানা দেয়। পুলিশের সঙ্গে অন্যদের গোলাগুলি হয়। তখন সেও গুলিবিদ্ধ হয়।

এ বিভাগের আরো খবর