নরসিংদীতে এনজিও কর্মীর কব্জি কেটে টাকা ছিনতাই মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব। রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে প্রধান আসামি রুবেল ও বাদশাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নরসিংদীর খাদিমাচর এলাকা থেকে মাহবুবা আক্তার মেরিনা এবং ব্রাহ্মণপাড়া থেকে মিঠি বেগমকে গ্রেফতার করা হয়।আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া এক লাখ ৯১ হাজার পাঁচশ টাকা, মোবাইল, ট্যাব ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে।
ছিনতাইয়ের শিকার এনজিও কর্মী শান্তা
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের মধ্যে রুবেলের নামে চারটি, বাদশার নামে আটটি ও মিঠি বেগমের নামে দুটি মামলা রয়েছে। আসামিদের নরসিংদীর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার নরসিংদী শহরে প্রকাশ্যে এনজিও কর্মী শান্তা আক্তারের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় ছিনাতাইকারীরা। এ সময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় মঙ্গলবার সদর থানায় মামলা হয়।