বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় র‍্যাবের হাতে ধরা

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল দীর্ঘদিন যাবৎ বিআরটিএ ঢাকা সার্কেল দক্ষিণ কেরানীগঞ্জের কর্মকর্তার স্বাক্ষর জাল ও নকল কাগজপত্রের মাধ্যমে ভুয়া লাইসেন্স বিক্রির কথা স্বীকার করেন।

রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন তুলাবাগিচা এলাকার একটি বাসা থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় মোহাম্মদ সোহেল (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার র‌্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় হাতেনাতে মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্স, নকল লার্নার পেপার, মানি রিসিট, অন্যান্য জাল সনদ ও সাত হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার সোহেলের কাছ থেকে উদ্ধার করা ভুয়া সিল, নকল কাগজপত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল দীর্ঘদিন যাবৎ বিআরটিএ ঢাকা সার্কেল দক্ষিণ কেরানীগঞ্জের কর্মকর্তার স্বাক্ষর জাল ও নকল কাগজপত্রের মাধ্যমে ভুয়া লাইসেন্স বিক্রির কথা স্বীকার করেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘গ্রেফতার সোহেল ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য সাধারণ মানুষের কাছ থেকে ১৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতো।’

সোহেলের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর