লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে উপজলার শ্রীরামপুর ইউনিয়নের ৮৫২ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল জানান, নিহত জাহিদুল ইসলাম গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনিসহ কয়েকজন ওই এলাকায় যান। এ সময় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের।
তার মরদেহ দুপুর পর্যন্ত পিলারের কাছেই পড়ে ছিল। পরে ভারতীয় মখলিগঞ্জ থানার পুলিশ সেটি নিয়ে যায়।
মরদেহ ফেরত পেতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন সুবেদার আজহারুল।
জাহিদুলের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামে।
ছয় দিন আগে গত ১০ ডিসেম্বর ওই ইউনিয়নেরই ৮৪৪ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে আহত হন ব্যবসায়ী আবু তালেব। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়।