বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পথশিশুরা আঁকল স্মৃতিসৌধ

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৯

আয়োজনে শিশুদের খাবার দেয়ার পাশাপাশি মানসিক শিক্ষা, স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ব্যতিক্রমী আয়োজন করেছে ‘পথশিশু সেবা সংগঠন’।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সংসদ ভবনের সামনে এ আয়োজন করা হয়।

আয়োজনে শিশুদের খাবার দেয়ার পাশাপাশি মানসিক শিক্ষা, স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেয়া নাহিদ জানায়, তার খুব আনন্দ লাগছে। রং-তুলি দিয়ে জাতীয় স্মৃতিসৌধ এঁকেছে। সবাই মিলে এমন উদযাপন এর আগে করেনি।

পথশিশু জাহিদুল বলে, ‘এর আগেও একবার এহানে আইছিলাম। বাবা-মা ভিক্ষায় বার হইছে। সকালে এহানে খাওয়া-দাওয়া করছি, ছবি আঁকছি। সারাদিন এহানেই থাকমু।’

পথশিশু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা লুসিও বেনিনাতি বলেন, ‘সমাজের উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই যাতে বিজয় উদযাপন করতে পারে, সে প্রচেষ্টা নিয়েই আজকের এ আয়োজন।’

তিনি বলেন, ‘এ বিজয় আমাদের সবার বিজয়। সবাই মিলে উদযাপন করতে চাই। আমরা সারা দিন এখানে থাকব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।‘আমাদের সংগঠন ১৩ বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে শিক্ষা, মানসিক ও শারীরিক খেলাধুলা, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে শিশুদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছি। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করে আসছি। এমনকি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পুনর্বাসনের মাধ্যমে পথশিশুদের ভবিষ্যৎ নির্মাণে সহায়তার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর