মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। চিকিৎসকরা রেমডিসিভির চালু করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার রাতে জানতে চাইলে তিনি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএম আব্দুল্লাহ বলেন, ‘বেশ কিছু দিন ধরে হালকা জ্বর অনুভব করছিলাম, আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা পরীক্ষা করি। কিছুক্ষণ পরই রিপোর্ট হাতে পাই। এতে আমার করোনা পজিটিভ আসে। আজ বিকেল আড়াইটার দিকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। চিকিৎসকরা রেমডিসিভির চালু করেছেন।