দেশের কোনো থানায় বসে কোনো ধরনের হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, এমনকি সামনের দিনে এমন কোনো পরিকল্পনা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে র্যাব। সংস্থাটির তদন্তে উঠে এসেছে থানায় বসেই তার হত্যার পরিকল্পনা হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কি উদ্যোগ নেবেন? এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবেও না।’
তিনি আরও বলেন, ‘থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে। ভবিষ্যতে এমন অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
‘কাঁধে রাইফেল, হাতে লাঠি, ওয়্যারলেস নিয়ে রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে এমন চিত্র আর দেখতে চাই না। প্রযু্ক্তিগত সুযোগ সুবিধা দিয়ে বাহ্যিক পরিবর্তন আনার কাজ করছি আমরা, কিন্তু সদস্যদের মনের দিক থেকেও স্মার্ট হতে হবে।’
সাধারণের কাছে যেতে আচরণের দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বেনজীর বলেন, ‘সাধারণের সেবা নিশ্চিত করতে তাদের কাছে যেতে হবে। আর কাছে যেতে হলে অবশ্যয়ই ভালো ব্যবহার করতে হবে।’
কোন পুলিশ সদস্য দুর্নীতি করতে চাইলে তাকে চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ দেন বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘জনগণকে বাহিনীর পরিবর্তন দেখাতে হবে, সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’
আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ভাস্কর্য ইস্যু নিয়ে কেউ পানি ঘোলাটে করার চেষ্টা করলে সেই পানি পরিষ্কার করে দেব। কোনো ধরনের বাড়াবাড়ি করার সুযোগ কাউকেই দেয়া হবে না। জনগণের জানমালের হেফাজতে যা যা করা প্রয়োজন তার সবই করবে পুলিশ।’