বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
নিয়োগ বঞ্চিত প্রার্থীদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশ জারির দিন থেকে আগামী এক মাসের মধ্যে এনটিআরসিএ শিক্ষক নিয়োগের কোনো সুপারিশ করতে পারবে না বলে জানিয়েছেন প্রার্থীদের আইনজীবীদের একজন ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
তিনি জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি রায়ে কয়েক দফা নির্দেশনা ছিলো। এর মধ্যে একটি নির্দেশনা ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ দেবে এনটিআরসিএ। কিন্ত দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন।
তিনি জানান, ওই আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালে রুল জারি করে হাইকোর্ট। এটি বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য সুপারিশ করে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। পরে তাদের এ বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন করেন রিটকারীরা। ওই আবেদনের শুনানি নিয়ে এক মাসের জন্য শিক্ষক নিয়োগের সুপারিশ থেকে বিরত থাকতে এনটিআরসিএ কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।