বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অসমাপ্ত আত্মজীবনী’ নকলের অভিযোগে গ্রেফতার ৬

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৮:১৯

ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনীর প্রকাশক সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের একটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নকল করে ছাপার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- মো. নজিবুল্লাহ, রফিকুল ইসলাম, ছানোয়ার হোসেন, তোফাজ্জেল শেখ, লালচান শেখ ও ছাদেক শেখ।

সোমবার রাত আটটার দিকে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনীর প্রকাশক সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের একটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি, ‘চিলেকোঠার সেপাই’ বইয়ের ১৫টি, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’ বইয়ের ১৫টি ছাপার প্লেট ও একটি ছাপা মেশিন উদ্ধার করা হয়।’

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে জেএন সাহা রোডের একটি বই বাঁধাই কারখানা থেকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের এক হাজার একশটি নকল কপি ও বাঁধাই ছাড়া মুদ্রিত ইনার ফর্মা ৫০টি বান্ডিল উদ্ধার করা হয়।

এছাড়াও শেখ সাহেব বাজারের মন্দিরের গলির একটি বাড়ি থেকে ‘চিলেকোঠার সেপাই’ বইয়ের দুইশ নকল কপি, বেলতলী লেনের একটি বাড়ি থেকে ‘বেলা ফুরাবার আগে’ বইয়ের এক হাজার পাঁচশ নকল কপি, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’ বইয়ের ১৭টি নকল কপি ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আরও পাঁচশ ৫০টি নকল কপি উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর