রাজধানীর হাতিরঝিল থানায় মঙ্গলবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়।
গ্রাহকদের তথ্য প্রতারকচক্রের কাছে পাচার করার অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রাজধানীর হাতিরঝিল থানায় মঙ্গলবার দুপুরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়।
এ মামলায় গ্রামীণফোনের একজন কাস্টমারকেয়ার ম্যানেজারসহ দুই জনকে আটক করা হয়েছে।
পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ নিউজবাংলাকে জানান, বিটিআরসির নিয়ম ভেঙে গ্রাহকদের তথ্য পাচার করায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।