বাংলাদেশ পুলিশে যুক্ত হয়েছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার। পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ গিয়ার হস্তান্তর করেন ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ গিয়ার হস্তান্তরের অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
আধুনিক এ অপারেশনাল গিয়ারটিতে থাকছে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলসার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন।
ট্যাকটিক্যাল বেল্টের সঙ্গে থাই হোলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও বেল্টের সঙ্গে এক্সপ্যান্ডেবল ব্যাটন, টর্চলাইট, হাতকড়া ও পানির বোতল রাখার সুযোগ রয়েছে। জরুরি কাজে তথ্য আদান প্রদান নিশ্চিত করতে ওয়্যারলেস সেটের সঙ্গে একটি মাইক্রোফোনও যুক্ত করা হয়েছে। এতে ওয়্যারলেস হাতে না নিয়েও কথা বলতে পারবেন পুলিশ সদস্যেরা।
এই গিয়ার পুলিশবাহিনীকে আরও আধুনিক করে তুলবে বলে দাবি আইজিপি বেনজীর আহমেদের। সাংবাদিকদের তিনি বলেন, ‘কাঁধে রাইফেল, হাতে লাঠি, ওয়্যারলেস নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, এমন চিত্র আর দেখতে চাই না। প্রযু্ক্তিগত সুযোগ সুবিধা দিয়ে বাহ্যিক পরিবর্তন আনার কাজ করছি আমরা। কিন্তু সদস্যদের মনের দিক থেকেও স্মার্ট হতে হবে।’
তবে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পুলিশ লং আর্মসের ব্যবহার অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।
প্রাথমিকভাবে ডিএমপি ও সিএমপির ১০ হাজার সদস্যকে এ গিয়ার দেয়া হয়েছে। কনস্টেবল থেকে এএসআই পর্যায়ের পুলিশ সদস্যদের এ গিয়ার দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এটি সারা দেশে চালু করা হবে।