বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইন কেনাবেচায় প্রতারণা, তরুণ গ্রেফতার

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ০১:৩০

এসএসপি রেজাউল মাসুদ জানান, ওই ব্যক্তি ইসরাতুলের সঙ্গে কথা বলে মোবাইল ফোন সেট কেনার জন্য ১০ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠান। ইসরাতুল মোবাইল ফোন সেট না পাঠিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

অনলাইন কেনাবেচায় প্রতারণার অভিযোগে মো. ইসরাতুল ইসলাম প্রান্ত (২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার তাকে যশোর থেকে আটক করে।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘প্রতারকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি একবার অনলাইনে কিনতে গিয়ে পণ্য না পেয়ে প্রতারিত হয়েছিলেন। সেই থেকে অন্যদের সঙ্গে প্রতারণা শুরু করেন। দামি পণ্য অর্ধেক দামে দেয়ার কথা বলে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন।’

এসএসপি রেজাউল মাসুদ জানান, এক ব্যক্তি অনলাইনে মোবাইল ফোন সেট বিক্রির পোস্ট দেখতে পান। ইসরাতুল ইসলাম প্রান্ত সেনাবাহিনীর করপোরাল পরিচয় দেন এবং ভুয়া আইডি কার্ডও তাকে দেখান।

ওই ব্যক্তি ইসরাতুলের সঙ্গে কথা বলে মোবাইল ফোন সেট কেনার জন্য ১০ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠান। ইসরাতুল মোবাইল ফোন সেট না পাঠিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি ফেসবুকেও ব্লক করে রাখেন।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি সিআইডির সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করে অভিযোগ দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সাইবার ইন্টেলিজেন্সের একটি দল যশোর জেলায় অভিযান চালিয়ে ইসরাতুলকে আটক করে।

তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস উদ্ধার এবং ফেসবুক আইডি এবং বিকাশ অ্যাকাউন্ট জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান সিআইডির ওই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর