বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাস্কর্য নিয়ে বৈঠক: ‘জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী’

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:৫১

সোমবার রাত সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে তাদের তিনজন প্রতিনিধিই বলেন, আলোচনা সফল হয়েছে। আরও আলোচনা হবে। সোমবার যে আলোচনা হয়েছে তা মঙ্গলবার মন্ত্রীর মাধ্যমে জানা যাবে।

ভাস্কর্য ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সফল বৈঠক হয়েছে বলে দাবি করেছেন কওমি মাদ্রাসার আলেমরা।

সোমবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে তাদের তিনজন প্রতিনিধিই এই দাবি করেন। বলেন, আলোচনা সফল হয়েছে। আরও আলোচনা হবে। সোমবার যে আলোচনা হয়েছে তা মঙ্গলবার মন্ত্রীর মাধ্যমে জানা যাবে।

তবে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানও ছিলেন বৈঠকে। তবে তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কওমি মাদ্রাসাকেন্দ্রিক কয়েকটি দল ও সংগঠনের বিরোধিতা নিয়ে নিস্তরঙ্গ রাজনীতিতে কয়েক দিন ধরে উত্তাপ ছড়িয়েছে।

এর মধ্যে আবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, যা সরকারকে ক্ষুব্ধ করে তুলেছে। শুরুতে সরকারপন্থিরা চুপচাপ থাকলেও চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগ মাঠে নামার পর পরিস্থিতি পাল্টে যায়।

ভাস্কর্য ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক শেষে বের হচ্ছেন আলেমরা। ছবি: নিউজবাংলা

বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর নাম সম্বলিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছেন ভাস্কর্যবিরোধীরা। এটিসহ পাঁচ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য সোমবার রাতে এই বৈঠক করেন তারা।

একই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার কার্যালয়ে চিঠি দিয়েছেন আলেমরা। প্রয়োজনে ভিডিও কনফারেন্স করতে চান তারা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো সাড়া মেলেনি।

ভাস্কর্য ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন আলেমরা। ছবি: নিউজবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাত ১০টা থেকে সোয়া ঘণ্টার বৈঠক শেষে মাওলানা রুহুল আমিন (বিশ্ব ওলামা লীগ) সাংবাদিকদের বলেন, ‘আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। মিটিং চলবে। আগামীকাল মন্ত্রী মারফত সব জানতে পারবেন। আলোচনা সফল হয়েছে।’

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আলোচনা সফল হয়েছে। আলোচনা চলছে; এই আলোচনা চলবে।’

নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘আলোচনা সফল হয়েছে। আগামীকাল জানতে পারবেন।’

এ বিভাগের আরো খবর