কানাডার বেগমপাড়াসহ বিদেশে অর্থপাচারে জড়িতদের নাম, পরিচয়, পাচার করা অর্থ উদ্ধারের অগ্রগতি হাইকোর্টকে জানাতে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরসঙ্গে বৈঠক হয়।
বিকেল সাড়ে পাঁচটা থেকে দেড় ঘণ্টার বৈঠকে বিদেশে অর্থপাচার নিয়ে কোন সংস্থা কী পদক্ষেপ গ্রহণ করেছে তা বিস্তারিত তুলে ধরা হয়।
আগামী ১৭ ডিসেম্বর হাইকোর্টে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, তারা কানাডায় ২৮ জনের অর্থ পাচারের তথ্য পেয়েছেন। তবে কারও নাম জানাননি তিনি।
চার দিন পর হাই কোর্ট সরকারকে অর্থ পাচারকারীদের তালিকা জমা দিতে বলে। আগামী ১৭ ডিসেম্বর জমা দিতে হবে এই তালিকা।
তালিকা জমা দেয়ার তিন দিন সময় বাকি থাকতে এই বৈঠকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি, দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান, পুলিশ মহাপরিদর্শক আইজিপির প্রধিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও এনবিআরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানি দিপাও বৈঠকে অংশ নেন।
বৈঠকের পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্ট অর্থপাচারকারীদের তালিকা চেয়েছে। টাকা পাচারের আমাদের পদক্ষেপ জানতে চেয়েছে। এই ব্যাপারটি নিয়ে মাননীয় অ্যাটর্নি জেনারেল আমাদের কাছে জানতে চেয়েছেন।
‘দুদকের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের কাগজগুলো প্রস্তুত হয়েছে, আশা করি দুই একদিনের মধ্যে তা প্রস্তুত করে ১৭ ডিসেম্বর আদালতে দাখিল করতে পারব।’
তিনি বলেন, অর্থপাচার সংক্রান্ত কতগুলো মামলা হয়েছে, কতগুলোর তদন্ত হয়েছে, বিচার চলছে, কতগুলোর সাজা হয়েছে, কতজনের অর্থ ফিরিয়ে আনা হয়েছে, কতগুলো মামলা তদন্তাধীন এবং আমরা কী কী পদক্ষেপ নিয়েছি তা প্রতিবেদন আকারে আদালত দাখিল করা হবে।
‘সোজা কথা অর্থপাচার সংক্রান্ত যত মামলা আমরা করেছি, সবগুলির তথ্য উপাত্ত আদালতকে দেয়ার চেষ্টা করব এ তথ্যই আমরা অ্যাটর্নি জেনারেলকে অবহিত করেছি’- বলেন দুদকের আইনজীবী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক নিউজবাংলাকে বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বৈঠক। …আশা করি সব ঠিক থাকলে ১৭ ডিসেম্বর বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারব।’