চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই সিটিতে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।’
ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চসিকের সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে। এখন যারা প্রার্থী আছেন তারা বহাল থাকবেন। তাদের আর নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না। ভোটগ্রহণ ২৭ জানুয়ারিই হবে।
ইসি সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ এপ্রিল চসিকের ভোট হয়। মেয়াদ ছিল ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার কথা ছিল। এজন্য তফসিল ঘোষণা করে ২৯ মার্চ ভোটের দিন রাখে ইসি। কিন্তু করোনা, পাহাড়ি ধস ও অতিবৃষ্টির কারণে ২১ মার্চ ভোট স্থগিত করা হয়।
নির্বাচনে ছয় মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।