ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে এক বছরের শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার সকালে শিশুটির মৃত্যু হয় বলে জানায় পরিবার।
শিশুর বাবার অভিযোগ, শনিবার রাতে তার মেয়ের শ্বাসকষ্ট দেখা দিলে রাতেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেয়েকে ভর্তি করান। হাসপাতালে রাত থেকে অক্সিজেনের পাঁচটি সিলিন্ডার পাল্টানো হলেও এগুলোর কোনোটিতেই অক্সিজেন ছিল না।
তিনি বলেন, ‘আমার সামনে আমার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি তাদের পা পর্যন্ত ধরছি যে আমাকে একটু অক্সিজেনটা ম্যানেজ করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি।’
শিশুর মায়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর থেকে নার্স বা চিকিৎসকরা মেয়েকে দেখতে আসেননি। সিলিন্ডার দিলেও তাতে ছিল না অক্সিজেন। সকালে চোখের সামনে মেয়ে ছটফট করতে করতে মারা যায়। নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে।
ঠাকুরগাঁওয়ের শিশু বিশেষজ্ঞ ডা. শাহাজান নেওয়াজ বলেন, ‘এমন ঘটনা আসলে বেদনাদায়ক। আমি কালকে রাতে শিশুটিকে দেখে বুঝছি, তার অবস্থা ভালো না। তার অক্সিজেন গ্রহণ করতে কষ্ট হচ্ছিল। রাতেই রংপুর নেয়ার পরামর্শ দিয়েছিলাম।’
কর্মরত নার্স মাকসুদা বেগম বলেন, শিশুটিকে রাতে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। শিশুর অবস্থা তেমন ভালো ছিল না। তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কারণ এই হাসপাতালে চিকিৎসক ও ডিজিটাল মেশিনের অভাব আছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। এমন ঘটনা দুঃখজনক ও মর্মান্তিক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। রাতে কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’