চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই দণ্ডাদেশ দেন।
এ মামলায় চার জনকে খালাস দিয়েছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছিলেন আমজাদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মানিক প্রকাশ ওরফে ঠোঁটকাটা মানিক, নেজাম, জাহেদ, রাশেদ, তারেক, ফারোখ আহাম্মদ, বশির আহামদ, জিল্লুর রহমান, মো. রফিক ও জসিম উদ্দিন ওরফে জসিম।
যাবজ্জীবন সাজা পেয়েছেন ইদ্রিছ, আইয়ুব, মো. ইদ্রিস, হারুন ও তাহের।
খালাসপ্রাপ্তরা হলেন মোরশেদুল আলম ওরফে মোরশেদ আলম, আবদুল মালেক, খায়ের আহাম্মদ ওরফে খায়ের ও মো. মোস্তাক।
এ ছাড়া মামলার এক নম্বর আসামি লুৎফুর রহমান ওরফে লুতুর মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
১৯৯৯ সালের ৩ অক্টোবর রাতে সাতকানিয়ার মির্জারখিল দরবার শরিফে ওরশ চলছিল। ওই সময় দরবার শরিফের উত্তর গেট সংলগ্ন একটি চায়ের দোকানে আমজাদ হোসেনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রওশন আকতার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
মামলাটি প্রথমে সাতকানিয়া থানা পুলিশ তদন্ত করলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২০০০ সালের ২২ ডিসেম্বর এ হত্যা মামলার অভিযোগপত্র দেয়। চলতি বছরের ১১ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষ হয়।
ওই দিনই ১০ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এ মামলায় ২০ আসামির মধ্যে একজন মারা গেছেন।বাকি ৯ জন পলাতক।