বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নামফলকে ভুল, দুই নেতাকে চিনতে বিভ্রান্তি

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৩

ভাস্কর্যে ক্যাপ্টেন মনসুর আলী থাকলেও নামফলকে তার পরিচয় দেয়া হয়েছে এএইচএম কামারুজ্জামান। এএইচএম কামারুজ্জামানকে নামফলকে ক্যাপ্টেন মনসুর আলী বলা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর একে মাঠ থেকে এগিয়ে নিতে গঠিত হয় অস্থায়ী মুজিবনগর সরকার। এই সরকারের কেন্দ্রে ছিলেন জাতীয় চার নেতা।

মুজিবনগর সরকার শপথ নেয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামে। এখানে ওই শপথ অনুষ্ঠানের আদলে প্রায় ১০ বছর আগে নির্মাণ করা হয় ছয় নেতার ভাস্কর্য। এর পাশে রয়েছে একটি নামফলক।

এটা দেখে বতর্মান প্রজন্ম সহজেই বুঝতে পারে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও নেতাদের অবদানের কথা। কিন্তু সেই নামফলকে রয়েছে ভুল, যা নিয়ে সুধী সমাজ ও মুক্তিযোদ্ধারা দুঃখ প্রকাশ করেছেন।

ভাস্কর্যে ক্যাপ্টেন মনসুর আলী থাকলেও নামফলকে তার পরিচয় দেয়া হয়েছে এএইচএম কামারুজ্জামান। এএইচএম কামারুজ্জামানকে নামফলকে ক্যাপ্টেন মনসুর আলী বলা হয়েছে।

দীর্ঘ নয় বছরেও এ ভুল সংশোধন হয়নি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার অধিকার বাংলাদেশের সব নাগরিকের আছে। বিষয়টি শুনেছি। তবে আমি মনে করি এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। তাই এটা দ্রুত সংস্কারের প্রয়োজন এবং তা করতে হবে।’

স্থানীয় বাসিন্দা সোহাগ মন্ডল নিউজবাংলাকে বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আগের চেয়ে বেশি ঘুরতে আসেন। আর এসে ভাস্কর্যগুলো দেখে যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। তবে দীর্ঘদিন ভুলটির কোনো সংশোধন আমরা দেখতে পাইনি।’

সাংবাদিক রফিকুল আলম নিউজবাংলাকে বলেন, ‘নতুন প্রজন্মের যারা জাতীয় চার নেতার অবয়বের সঙ্গে পরিচিত নয়, তারা এই ভাস্কর্য দেখে বিভ্রান্ত হতে পারে। তাই এটা দ্রুত সংশোধনের জন্য কৃর্তপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার নিউজবাংলাকে বলেন, ‘এটা গণপূর্ত বিভাগ দেখাশোনা করে। তারপরও আমরা উপজেলা প্রশাসন থেকে সংশোধনের জন্য লিখিত আবেদন করেছি এবং এটি প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর