নোয়াখালীর কবিরহাটে দুই শিশুকে শ্লীলতাহানি ও এক জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রীর মা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একে কেন্দ্র করে তারা একাধিকবার হামলা চালিয়েছে। সম্প্রতি এ ব্যাপারে থানায় অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে উঠে ওই প্রতিবেশী।
তিনি জানান, শুক্রবার তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশীর লোকেরা হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে।
তিনি অভিযোগ করেন, এ সময় হামলাকারীরা তার দুই মেয়ের শ্লীলতাহানি করে। এতে বাধা দিলে ওই ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
হামলাকারীরা ঘরের ভেতর থেকে টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় বলেও জানান তিনি।
বর্তমানে ওই স্কুলছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ট্রমাস বড়ুয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।