গাজীপুরের টঙ্গী থেকে ৩৮৪ কেজি চোরাই রক্তচন্দন কাঠ উদ্ধার করেছে র্যাব। এ সময় চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম- মো. নাজমুল হোসেন শামীম (২৩)। তার বাড়ি যশোরের বেনাপোল উপজেলার স’ মিলপট্টি এলাকায়।
শনিবার বিকাল ৫টার দিকে র্যাব-১ এর উত্তরা জোনের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকার আরজু ম্যানশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১ উত্তরার কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, নাজমুল হোসেন শামীম পেশায় ট্রাকচালক। ট্রাক চালানোর পাশাপাশি তিনি চোরাচালানের চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। তার কাছ থেকে ৩৪ টুকরা রক্তচন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। এগুেলার ওজন ৩৮৪ কেজি। এ ছাড়া একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন অবৈধভাবে বিদেশ থেকে রক্তচন্দন কাঠ দেশে আনছে। এর পরে দেশের অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রয় করছে।
জব্দ করা রক্তচন্দন কাঠ।
তিনি আরও বলেন, উদ্ধার করা কাঠ পাশের দেশ থেকে চোরাচালানের মাধ্যমে এনে রাজধানীর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা ছিল বলে শামীম স্বীকার করেছেন।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।