করোনা ভ্যাকসিন নিয়ে যেন কোনো মহল বাণিজ্য করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘করোনা ভ্যাকসিন নিয়ে কোনো মহল যেন বাণিজ্য করতে না পারে সে জন্য সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আবার নকল ভ্যাকসিনে যেন বাজার সয়লাব না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। করোনা প্রতিরোধের ভ্যাকসিন একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তাই ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা পরিষ্কার নয়।’
তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে তিন কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। করোনার ভ্যাকসিন প্রত্যেককে দুটি করে ডোজ দিতে হয়। তাই তিন কোটি ভ্যাকসিন তিন কোটি মানুষ পাবেন, নাকি দেড় কোটি মানুষ তিন কোটি ভ্যাকসিন পাবেন তা পারিষ্কার নয়।’
বাকি ১৪ থেকে ১৫ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা কী হবে তা দেশের মানুষ জানতে চান বলে উল্লেখ করেন কাদের। তিনি বলেন, 'দেশের ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিন কিনতে পারবে না, সাধারণ মানুষকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।'
প্রতিটি দুর্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার সবকিছু প্রস্তুত আছে বলা হলেও, বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায় বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যার।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল মামুন। ছিলেন জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতা-কর্মীরা।