‘পরিস্থিতির কারণে’ এবার অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবীবুল্লাহ সিরাজী।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য জানিয়ে নিউজবাংলাকে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে তারা বিষয়টি নিয়ে ভাববেন।
ভার্চুয়াল বইমেলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সরাসরি বইমেলা আপাতত স্থগিত করা হয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে।’
এ সিদ্ধান্ত করোনার কারণে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু করোনা না, পরিবেশ পরিস্থিতির কারণে সরাসরি বইমেলা সাময়িকভাবে স্থগিত করেছি।
‘সাময়িকভাবে যেহেতু স্থগিত করেছি সে সময়ে আমরা একটা ভার্চুয়ালি বইমেলা করতে পারি কিনা- সেটা দেখব। যে মুহূর্তে পরিস্থিতি উন্নত হবে সেই মুহূর্তে আমরা বইমেলা করব।’
বন্ধের সিদ্ধান্ত কি বাংলা একাডেমির কাউন্সিল সভায় হয়েছে- এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে।
মেলার বিষয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে আমাদের এখনও কিছু জানানো হয়নি। আমরা রোববার বেলা ১১টায় বাংলা একাডেমির সঙ্গে বসব। বিস্তারিত আপনাদের ব্রিফ করে জানাব।’