পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বকুল শেখের সঙ্গে স্থানীয় মোকলেসের বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পাবনার দোগাছি ইউনিয়নের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল শেখ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।সদর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বকুল শেখের সঙ্গে স্থানীয় মোকলেসের বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে মোকলেসের পক্ষের লোকজন বকুলকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা বকুলকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।