ঢাকার সাভার থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের দুই অ্যাডমিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর জামসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সাব্বির আহমেদ কাওসার (১৯) ও মো. মনোয়ার হোসেন (২৬)।
সাব্বিরের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামে। আর মনোয়ারের বাড়ি খাগড়াছড়ির ইমারা উপজেলার কালাপানি জালিয়াপাড়া গ্রামে।
এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেন তারা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সাতটি স্মার্ট ফোন, ১৪ টি সিম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট 1xbet Bangladesh উন্মুক্ত অবস্থায় জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।