বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ রাতে পুরান ঢাকায় আগুনে পুড়ল প্লাস্টিক কারখানা

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ০৯:১৩

গত রাত পৌনে চারটার দিকে চকবাজারের উর্দু রোডের একটি তিন তলা ভবনের কারখানায় আগুন লাগে। তিনটি ফায়ার স্টেশন থেকে ১৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা ভবনটি প্লাস্টিকের গুদাম ও কারখানায় ঠাসা। এর তিনটি ফ্লোর পুড়েছে। এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পুরান ঢাকায় একটি বহুতল ভবনে আগুনে প্লাস্টিকের কারখানা ও গুদাম পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

এই ঘটনায় দুই এক জন সামান্য আহত হলেও কোনো প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১ এর উপসহকারী পরিচালক বজলুর রশিদ।

এই কর্মকর্তা জানান, গত রাত পৌনে চারটার দিকে চকবাজারের উর্দু রোডের একটি তিন তলা ভবনের কারখানায় আগুন লাগে।

প্রথমে লালবাগ ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে পলাশী, হাজারীবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৩টি ইউনিট এসে আগুন নেভায়।

 

প্রথমে আগুন লাগে তৃতীয় তলায়। পরে তা চতুর্থ ও দ্বিতীয় তলায় ছড়ায়। তবে নিচ তলায় আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ভবনটি লাগোয়া একটি বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। সেটিতে আগুন না ছড়ানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বজলুর রশিদ বলেন, ‘আগুনের যে অবস্থা ছিল, প্রথমে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পানি পাওয়া যাচ্ছিল না। ১৩/১৪টি হোস পাইপ দিয়ে দূর থেকে পানি আনতে হয়েছে। তার পরেও সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এক দুই জন সামান্য আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’

সকাল পৌনে নয়টার দিকেও তৃতীয় তলায় আগুনের উৎসস্থলে ধোঁয়া উড়তে দেখা গেছে। ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় লেগে ছিল।

আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে পারছে না ফায়ার সার্ভিস।

এ বিভাগের আরো খবর