ভবিষ্যতে নতুন সব প্রযুক্তির উদ্ভাবন বাংলাদেশেই হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এর দ্বিতীয় দিনে ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক এক মিনিস্ট্রিয়াল ওয়েবিনারে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রীর পুত্র ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা শুধু অন্যের প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণ করতে চাই না। আমরাও প্রযুক্তি উদ্ভাবনের নেতৃত্ব দিতে চাই। তাই নতুন কোন প্রযুক্তি আসছে সেটা অবশ্যই জানতে হবে। সেসব নিয়ে কাজ করতে হবে, নতুন প্রযুক্তি উদ্ভাবনেরও কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমি এটা বলতে পারি আমরা গত এক দশকে অনেক এগিয়েছি। দেশ এখন এতোটাই ডিজিটালাইজড হয়েছে যে, আমরা বিভিন্ন কিছু পরিচালনা করতে পারছি ডিজিটালি। এর সক্ষমতার প্রমাণ আমরা দিতে পেরেছি।
এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়
‘আমাদের অর্থনীতি, সামাজিক সুরক্ষা, শিক্ষাসহ সব ধরনের কাজ হচ্ছে ভার্চুয়ালি। আর এই মহামারি আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এটা বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে প্রকৃত ডিজিটাল দেশে পরিণত হয়েছে। আমরা অনেক দূর এগিয়েছি।’
জয় বলেন, ‘পরবর্তী দশকে আমাদের লক্ষ্য হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, বায়ো টেকনোলজিতে। আরও বেশি ফোকাস করতে চাই মাইক্রো প্রসেসর ডিজাইনে। আমার বিশ্বাস পরবর্তী দশকে নতুন উদ্ভাবনের কেন্দ্র হবে বাংলাদেশ।’
প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ চর্তুথ শিল্প বিপ্লবের মূল নেতা হতে পারে বলেও আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আসছে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে, এটা আমার বিশ্বাস। আমি আশা করি, বাংলাদেশ হবে এ শিল্প বিপ্লবের মূল নেতা।’